মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে জুলাইযোদ্ধাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ২:৪১ PM আপডেট: ১৮.১১.২০২৫ ৪:১০ PM

লক্ষ্মীপুরে জুলাই যোদ্ধা ও যুবদল নেতা টুটুল পাটোয়ারীকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগে সুস্থ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আহত জুলাই যোদ্ধা ফাউন্ডেশনের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত রোববার সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের আলীরাজ পাটোয়ারী বাড়ির বাগান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পড়ে থাকা একটি ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করে। মুহূর্তেই এ খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে দাবি করা হয় যুবদল নেতা ও জুলাই যোদ্ধা টুটুল পাটোয়ারীর বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার পর রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে টুটুল পাটোয়ারী নিজেকে নির্দোষ দাবি করে জামায়াতকে দোষারোপ করেন।

মঙ্গলবারের মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, যুবদল নেতা আমীর হামজা রাজু, এম এ মমিন, মো. জহির উদ্দিন এবং ভুক্তভোগী নেতা টুটুল পাটোয়ারী।

বক্তারা বলেন, টুটুল পাটোয়ারী একজন ত্যাগী ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী। প্রতিহিংসার কারণে অতীতে তার বিরুদ্ধে ১৯টি মামলা দেওয়া হলেও কখনো তাকে অস্ত্র মামলায় জড়ানো যায়নি। ছাত্রজনতার আন্দোলনে তিনি গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সরকারি তালিকাভুক্ত জুলাই যোদ্ধা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন তিনি।

বক্তারা আরও বলেন, টুটুল পাটোয়ারী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে থাকেন না, দালাল বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল তাকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা করছে। তারা বলেন, অস্ত্র উদ্ধার হোক এটাই সবার প্রত্যাশা। তবে নিরপরাধ কাউকে হয়রানি করার জন্য যেন নাটক সাজানো না হয় সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে।

তারা দাবি জানান, টুটুল পাটোয়ারীর বাড়ির পাশ থেকে অস্ত্র উদ্ধারের তথ্যদাতাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এ অস্ত্র কার, কেন রাখা হলো এবং এর পেছনে কারা জড়িত।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত