অক্টোবর মাসে সারা দেশে ৪৫২টি সড়ক দুর্ঘটনায় মোট ৪২৩ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন ৫৮৯ জন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সংগঠনটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদের সম্প্রতি স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনের তথ্যমতে, ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৯ জনের মৃত্যু এবং ১৬৩ জন আহত হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ৯৮টি দুর্ঘটনায় প্রাণহানি ৮৯ জন, আহত ১৮৮ জন। রাজশাহী বিভাগে ৫৪টি দুর্ঘটনায় নিহত ৫৪ জন ও আহত ৪৪ জন। খুলনা বিভাগে ৫৯টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত এবং ৩০ জন আহত। বরিশাল বিভাগে ২৯টি দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু ও ৫৯ জন আহত। সিলেট বিভাগে ২৩টি দুর্ঘটনায় নিহত ২২ জন, আহত ৪১ জন। রংপুর বিভাগে ৫১টি দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ৪৫ জন আহত হন। ময়মনসিংহ বিভাগে ২৩টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এসব দুর্ঘটনায় মোটরকার বা জিপে ২ জন, বাস বা মিনিবাসে ৬৪ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৪৮ জন, পিকআপে ১১ জন, মাইক্রোবাসে ৮ জন, মোটরসাইকেলে ১৩০ জন, ভ্যানে ২১ জন, ট্রাক্টরে ১ জন, ইজিবাইকে ১৭ জন, ব্যাটারিচালিত রিকশায় ১১ জন, অটোরিকশায় ৩২ জন এবং অন্যান্য যানবাহনে ৯৬ জনসহ মোট ৪২৩ জন প্রাণ হারিয়েছেন।
অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় জড়িত মোটরযানের সংখ্যা ছিল ৬৯৫টি। এর মধ্যে মোটরকার বা জিপ ১৫টি, বাস বা মিনিবাস ১১৪টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১২৪টি, পিকআপ ৩১টি, মাইক্রোবাস ২৩টি, মোটরসাইকেল ১৬৪টি, ভ্যান ২২টি, ট্রাক্টর ৫টি, ইজিবাইক ২৭টি, ব্যাটারিচালিত রিকশা ১১টি, অটোরিকশা ৪১টি এবং অন্যান্য যান ১১৮টি।