ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় ভোট গণনার পর চেয়ারম্যান হিসেবে আদালতের দ্বারা নির্বাচিত ঘোষিত হয়েছেন পয়গাম আলী। ঠাকুরগাঁও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক সুব্রত ভৌমিক, সিনিয়র জজ, সদর কোর্ট মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
বিগত ইউপি নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে তিনি নির্বাচনের পরপরই নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন (মোকদ্দমা নং-১৮/২০২২)। তার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে মর্মে বিচার প্রার্থনা করলেও স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিচারটি ঝুলিয়ে রাখার ফলে তিনি সুবিচার বঞ্চিত হয়েছেন বলে তার অভিযোগ। হাসিনা সরকারের পতনের পর পুনরায় মামলাটি জোরদার করার উদ্যোগ নেয়া হলে আদালত থেকে গত ১১ নভেম্বর পুনরায় ভোট গণনার নির্দেশ প্রদান করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী গত সোমবার(১৭ নভেম্বর) বাদী ও বিবাদী উভয় পক্ষের উপস্থিতিতে প্রকাশ্যে আদালতে ভোট গণনা করা হয়। এই গণনার প্রেক্ষাপটে মঙ্গলবার আদালত পয়গাম আলীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপেক্ষা ১০৪ ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য, পয়গাম আলী এ নিয়ে লাগাতার ৫ম বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন। এই রায়ের ফলে নারগুন ইউনিয়নের চেয়ারম্যানের আসনে আবারও বসতে যাচ্ছেন জননন্দিত স্থানীয় নেতা ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক পয়গাম আলী।
এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় ভোট গণনার পরপরই বিএনপির নেতা-কর্মীরা বিজয় মিছিল বের করে এবং জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে পয়গাম আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ অন্যান্য নেতা-কর্মীরা এ সময় বক্তব্য প্রদান করেন। বিগত ১৬ বছরে জেলায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সবচাইতে বেশিবার কারারুদ্ধ নেতা পয়গাম আলী সম্বর্ধনার জবাবে তাঁর নিজ এলাকার ভোটার ও বিএনপি নেতা-কর্মীদের প্রতি এ বিজয় উৎসর্গ করার ঘোষণা দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় জেলা নির্বাচনী ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানান এবং পয়গাম আলীকে অভিনন্দন জানান।