মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
কেন্দুয়ায় ফুটবলার আরিফের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ PM

নেত্রকোনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল ম্যাচে জাতীয় দলের ফুটবলার আরিফ হোসেনের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার কেন্দুয়ায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

সকাল ১১টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষজন মানববন্ধনে যোগ দেয়। মানববন্ধন শেষে উত্তেজিত জনতা কেন্দুয়া পৌর সদরের বিভিন্ন রাস্তায় অগ্নিসংযোগ ও মিছিল করে এবং আন্দোলনের ঘোষণা দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে ২৪ ঘন্টার আল্টিমেটামে আন্দোলন স্থগিত করা হয়। 

গত শনিবার নেত্রকোনা সদর একাদশ ও কেন্দুয়া উপজেলা একাদশের মধ্যকার খেলায় মাঠে ঢুকে একদল দর্শক কেন্দুয়ার খেলোয়াড়দের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, জাতীয় দলের খেলোয়াড় আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা রবিনসহ অন্যান্য খেলোয়াড়রাও আহত হন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমি সম্মানিত জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনিও আশ্বস্ত করেছেন। 








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত