আজ বিকাল ৪টায় প্রেস ক্লাব মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সহ-সভাপতি জিবা আমিনা আল গাজী ও জেলা বিএনপির সদস্য সচিব মো: সাহাদাৎ হোসেন। বক্তারা সদ্যপ্রাপ্ত এলিন ভূট্টোর নমিনেশন বাতিলের দাবি করেন।
সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা ৩১ দফার গুরুত্ব তুলে ধরে তা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।