লাকসামে অটোরিকশার ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে লাকসাম-মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড ও দৌলতগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডের সাহাপাড়া মোডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক শাহাদাৎ হোসেন স্বাধীন (২২) লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে এবং আহত মোটরসাইকেল অপর আরোহী একই গ্রামের ফারুক হোসেন (৩৪)। সে বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছে বলে নিশ্চিত করে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক লাকসাম-মনোহরগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে দৌলতগঞ্জ বাজারে দিকে যাচ্ছিলেন। দৌলতগঞ্জ পুরাতন বাস স্ট্যান্ডে অদুরে সাহাপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি অটোরিকশা ধাক্কা দিলে পিছন দিক থেকে আসা বিআরটিসি সারভর্তি একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আহোরী গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে শাহাদাৎ হোসেন স্বাধীন নামে একজন হাসপাতালেই মারা যায়। অপর আহত ফারুক হোসেনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।