মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫ ৪ অগ্রহায়ণ ১৪৩২
মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫
খুলনা ভয়-আতঙ্ক-অস্থিরতার শহরে পরিণত হয়েছে, অভিযোগ বিএনপির
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:২৫ PM

খুলনা মহানগরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। 

শহরে খুন, ছিনতাই, সন্ত্রাস, অবৈধ অস্ত্রের দৌরাত্ম্য এবং পুলিশ প্রশাসনের “চরম ব্যর্থতা”র অভিযোগ তুলে সংগঠনটি আজ মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ অভিযোগ করেন।

নেতৃবৃন্দ কঠোর ভাষায় বলেন “খুলনার পুলিশ প্রশাসন চেয়ারে বসার অধিকার হারিয়েছে।” খুলনা আজ অপরাধের নগরীতে পরিণত হয়েছে। ঘরে-বাইরে, রাস্তায়, এমনকি ঘুমের মাঝেও মানুষ খুন হচ্ছে; অথচ পুলিশ প্রশাসন তা ঠেকাতে কোনোভাবে সক্ষম হচ্ছে না। 

তারা বলেন, “মানুষ রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেও আতঙ্কে থাকে। খুলনার মানুষ কোথাও নিরাপদ নয়।” পুরো শহরজুড়ে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য উদ্বেগজনকভাবে বেড়েছে। খুন, হামলা, চাঁদাবাজি ও অস্ত্র প্রদর্শনের ঘটনা বেড়েই চলেছে। অপরাধীরা প্রকাশ্যে অপরাধ করলেও পুলিশ প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা আরো বলেন, “খুলনার মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের সঙ্গে পুলিশের যোগাযোগ রয়েছে-যে কারণে অপরাধ দমন করা যাচ্ছে না।” আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রশ্ন তুললে পুলিশ প্রশাসন মামলার সংখ্যা ও চার্জশিটের হিসাব দেখিয়ে দায় এড়িয়ে যায় বলেও অভিযোগ করেন বক্তারা। 

বক্তারা আরও উল্লেখ করেন- যুবদল নেতা মানিককে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হলেও পুলিশ পরিকল্পিতভাবে চার্জশিটে শুধু একজনের নাম দিয়ে বাকিদের রক্ষা করেছে। দৌলতপুরে যুবদল নেতা মাহবুবকে নির্মমভাবে হত্যা করা হলেও “মূল খুনিদের” পুলিশ গ্রেফতার করতে পারেনি। এছাড়া চব্বিশের ৩৬ জুলাই পরবর্তী সময়ে খুলনায় সংঘটিত শতাধিক হত্যাকাণ্ডের প্রকৃত খুনিরা এখনও নিরাপদে রয়েছে বলেও অভিযোগ করা হয়। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বেগম রেহানা ঈসা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, থানা সভাপতি কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, এ্যাড. শেখ মোহাম্মদ আলী, থানা সাধারন সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ প্রমূখ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত