শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
পোরশায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ PM

নওগাঁর পোরশা তেঁতুলিয়া এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। 

বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি টু আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আটকৃতরা হলেন- চকবিষ্ণুপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে লুৎফর রহমান (৫৬), শিশা খরপা উত্তর পাড়ার জিল্লু রহমানের ছেলে ছয়ফুল (৪৩), গোপালগঞ্জ যমুনা বাগানের ইসমাইলের ছেলে দেলোয়ার হোসেন (২৭), ছয়ঘাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন (২২) এবং সোভাপুর গুচ্ছ গ্রামের জাহিদ হোসেনের ছেলে মানিক মিয়া (২৬)। 
আটককৃতদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম হিসাবে ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ২২ ইঞ্চি ও ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ৩২ ইঞ্চি এবং ১টি চায়না করাত, যাহা কাঠের হাতলসহ লম্বা ২০ ইঞ্চি জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। 

অপরদিকে, বৃহস্পতিবার রাতে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি বাজারের আনোয়ার এর চায়ের দোকানের সামনে সাপাহার টু সরাইগাছি গামী পাকা রাস্তায় ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। 

আটকৃতরা হলেন- নিতপুর পূর্ব দিয়াড়া পাড়ার সমির উদ্দিন ভুলুর ছেলে মোরসালিন (২৬), সরাইগাছি গ্রামের ফজর আলীর ছেলে হাবিবুর রহমান হাব্বু (৩০) এবং দক্ষিণ লক্ষিপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রুবেল আহমেদ (২৫)। আটককৃদের বিরুদ্ধে থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

পোরশা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে এবং আটকৃত ৫ জন ডাকাত সদস্য ও ৩ জন মাদক ব্যবসায়ীকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত