জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যে হবিবপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শাসখাই বাজারে বুধবার বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
তিনি বলেন, দীর্ঘদিন পর আমারা দিরাই শাল্লা থেকে সরকারি দলের সংসদ সদস্য নির্বাচিত করব। আগামী কিছু দিন পরে ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে আশা করছি।
উপজেলা বিএনপি নেতা কৃষ্ণ ধন চৌধুরীর সভাপতিত্বে ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাষ্টার, উপজেলা বিএনপি'র নেতা মুছা মিয়া, শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল আহমেদ দুলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নূরুল আমিন, হবিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শৈলেন কুমার দাস শাল্লা, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কয়েস চৌধুরী প্রমুখ।