শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
সিলেট-৪ আসনে এনসিপি নেতা রাশেলের নির্বাচনী প্রচারণা শুরু রোববার
সিলেট ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৪:১৮ PM

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনের জাতীয় নাগরিক পার্টির সম্ভাব‍্য প্রার্থী শিক্ষানুরাগী, তথ্য ও প্রযুক্তিবিদ প্রকৌশলী রাশেল উল আলম আগামী ২৩ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে নিউইয়র্ক থেকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকেই তার নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হবে। একই দিন বিকেলে শাহপরান গেটসংলগ্ন তার বাসভবনে অনুষ্ঠিত হবে পরিচয়, মতবিনিময়, দোয়া ও সিন্নির অনুষ্ঠান।

প্রকৌশলী রাশেল উল আলম জানান, আলোচনার ভিত্তিতে পরবর্তী দিন থেকে সিলেট-৪ আসনের তিন উপজেলা—গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরে—প্রতিদিন জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি প্রতিটি ইউনিয়ন, প্রতিটি বাজার ও ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, “সিলেট-৪ আসনের উন্নয়নকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও সুশাসনের ভিত্তিতে নতুনভাবে গড়ে তুলতে চাই। এজন্য জনগণের সমর্থন, মতামত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত