শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
ঘাটাইলে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা খুন
ঘাটাইল (টাঙ্গাইল )প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:১৮ PM

টাঙ্গাইলের ঘাটাইলে পুত্রের হাতে পিতা খুনের একটি নৃশংস ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হামকুড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরশেদ আলী(৭০)। তিনি উপজেলার রসুলপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হামকুড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী থেকে জানা যায়, পিতাপুত্রের সাথেই মাঝেমধ্যেই ঝগড়াঝাটি হতো। শনিবার সকাল সাড়ে ৯টার টার দিকে পারিবারিক কলহের জেরে আরশেদ আলী শেখকে বাশেঁর লাঠি দিয়ে মাথায় আঘাত করে তাঁর ছেলে আসলাম শেখ (৩০)। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত