রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
ভূমিকম্প নিয়ে ফায়ার সার্ভিসের জরুরি সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:১২ PM

নরসিংদীর মাধবদীতে গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পাশাপাশি আরও কয়েকবার ছোট ছোট ভূমিকম্পও দেশটির বিভিন্ন এলাকায় রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত হলেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

দেশবাসী উদ্দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানাচ্ছে, ভূমিকম্প চলাকালীন সময়ে নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব-

১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকুন। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।

২. বহুতল ভবনে থাকলে Drop-Cover-Hold পদ্ধতি অনুসরণ করুন: নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। এছাড়া কলামের পাশে বা বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।

৩. ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকুন। ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন।

৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি রাখুন।

৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।

৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।

৭. একটি ভূমিকম্পের পর আবারও কম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও অন্যান্য অবকাঠামো থেকে দূরে থাকুন, কারণ পরবর্তী ভূমিকম্পে এগুলো পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটাতে পারে।

৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন নম্বর ১০২ এ যোগাযোগ করতে বলা হয়েছে।

জনগণকে সতর্ক করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলেছে, আতঙ্কিত না হয়ে প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে নেওয়া এবং পরিবারসহ নিরাপদ স্থানে অবস্থান করা জীবনের জন্য গুরুত্বপূর্ণ।


আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   ফায়ার সার্ভিস   সতর্কবার্তা   সতর্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত