দুই দশকেরও বেশি সময় কানাডায় কাটিয়ে ডিসেম্বরে দেশে ফিরছেন সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। অভির ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রে আরো জানা যায়, আগামী ফেব্রুয়ারীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণেরও সম্ভাবনা রয়েছে।
অভি ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন নির্বাচনী এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে তার ভূমিকা প্রশংসিত হয়েছিল। সংসদে ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকারের বিষয়েও তিনি সোচ্চার ছিলেন। তিনি নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে গোলাম ফারুক অভি পরাজিত হন।নির্বাচনের পরে তার নামে একাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়।পরবর্তীতেতে মডেল তানিয়া মাহবুব তিন্নির অস্বাভাবিক মৃত্যুজনিত মামলায় তার নামে চার্জশিট দেয়া হয়। যদিও প্রথমে কেরানীগঞ্জ থানায় একটি আত্মহত্যার মামলা রুজু হলেও এজাহারে অভির নাম ছিল না। ৬ বছর পরে ২০০৮ সালের ৮ নভেম্বর অভির নামে চার্জশিট দেয়া হয়।
২০২৫ সালের ১৪ জানুয়ারী তারিখে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার গোলাম ফারুক অভিকে তার অনুপস্থিতিতে এই মামলা থেকে বেকসুর খালাস দেন। রায়ের পর্যবেক্ষণে আদালত জানান যে, প্রদত্ত স্বাক্ষ্য-প্রমাণে এই মর্মে প্রতীয়মান হয়েছে যে মডেল তিন্নির অস্বাভাবিক মৃত্যু প্রকৃতপক্ষে আত্মহত্যা।