নারায়ণগঞ্জের আড়াইহাজারে ড্রাম ট্রাকের ধাক্কায় কবির মোল্লা (৪০) নামের এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের বগাদী সিডি বাজার এলাকায় আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাতের ওই সময়ে বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন কবির মোল্লা। এসময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কবির মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কবির মোল্লা আড়াইহাজার উপজেলার বগাদী নোয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।