সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ১০ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ২৪ নভেম্বর ২০২৫
ইটভাটা মালিকদের ছয় দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:২২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের অবকাঠামো ও নির্মাণ খাতে দীর্ঘ ৩৫–৪০ বছর ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে ইটভাটা শিল্প। সড়ক, ঘরবাড়ি, সেতু ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় ইট সরবরাহ করে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিচ্ছেন ইটভাটা মালিকরা। তবে নানা প্রতিকূলতা, নীতিগত জটিলতা ও বাজার সংকটে এখন টিকে থাকার লড়াইয়ে এই খাত।

ইটভাটা মালিকদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী পরিবেশবান্ধব জিগজ্যাগ প্রযুক্তির ভাটা স্থাপন করলেও বৈধ প্রতিষ্ঠানগুলো অযৌক্তিক জরিমানা ও হয়রানির শিকার হচ্ছে। তারা জানান, জিগজ্যাগ প্রযুক্তি জ্বালানি সাশ্রয়ী ও কম দূষণকারী হওয়ায় উপমহাদেশে এটি স্বীকৃত টেকসই প্রযুক্তি।

বাংলাদেশে প্রায় ৫০ লাখ শ্রমিক সরাসরি ইটভাটায় কাজ করেন, আর এই খাতের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় ২ কোটি। মালিকরা বলেন, ইটভাটা বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক শ্রমিক বেকার হবে এবং প্রতিটি ভাটার বিপরীতে থাকা ব্যাংক ঋণ অনাদায়ী হয়ে প্রায় ৮ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে।

এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন ছয় দফা দাবি উপস্থাপন করে—

ছয় দফা দাবি হলো-

১. লাইসেন্স সংক্রান্ত দূরত্ব কমানো:

নিষিদ্ধ এলাকার দূরত্ব ১০০০ মিটার থেকে ৪০০ মিটার করা

বনাঞ্চলের দূরত্ব ৭০০ মিটার নির্ধারণ


২. জিগজ্যাগ ভাটায় হয়রানি বন্ধ:

বৈধ ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি।

৩. ভাটা বন্ধ হলে ক্ষতিপূরণ:

সরকার যদি কোনো ভাটা বন্ধ করে তবে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৪. লাইসেন্স নবায়নে সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক:

পরিবেশ ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ সব নবায়নে জাতীয় সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক করার প্রস্তাব।

৫. ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা:

ইটভাটাকে আনুষ্ঠানিকভাবে “শিল্প” খাতের মর্যাদা দিতে হবে।

৬. দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়ন:

ভাটা পরিচালনায় স্থায়ী, সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি নীতিমালা প্রণয়নের দাবি।

বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ হায়দার খান সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শিল্পটির স্থিতিশীলতার জন্য সবার সহযোগিতা কামনা করেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত