কাশিমপুর মহিলা-৩ কেন্দ্রীয় কারাগার থেকে স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন হল মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম।
গত ২৯ নভেম্বর রাতে যাবজ্জীবন সাজা প্রাপ্ত স্বামী হলমার্ক গ্রুপের এমডি তানভীর আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বামীর মৃত্যুর কারণে রবিবার রাত ৮:৩০ মিনিটে প্যারোলে মুক্তি দেন জেল কর্তৃপক্ষ।
জেসমিন ইসলাম অর্থজারী মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার-৩ এর সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার জানান জেসমিন ইসলামের স্বামী মারা যাওয়াতে রবিবার রাত ৮:৩০ মিনিটে জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় প্যারোলে মুক্তি দেন এবং রাত ২টার মধ্যেই কারাগারে প্রবেশ করেন।