সোমবার ১ ডিসেম্বর ২০২৫ ১৭ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১ ডিসেম্বর ২০২৫
যাত্রী নিরাপত্তায় পুরো মেট্রো ট্র্যাক সার্চ করেছে ডিএমটিসিএল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১:১১ PM

মেট্রোরেলের একটি ট্রেনের ছাদে রোববার (৩০ নভেম্বর) রাতে মানুষ উঠে পড়ার ঘটনায় রাতভর পুরো মেট্রো ট্র্যাক সার্চ করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।

তিনি বলেন, গত রাতে একটি ইনসিডেন্ট হয়েছে। তার জন্য ট্রেন চলাচল আমাদের সিস্ট করতে হয়েছে। পাবলিক সেফটি ইজ ফার্স্ট, এটা আমরা মেইনটেইন করবই।

সোমবার (১ ডিসেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

ফারুক আহমেদ বলেন, গত রাতে আমরা একজন বাচ্চাকে পেয়েছি। আরও দুজন প্রায় উপরে উঠে গিয়েছিল। আমরা ভিডিওতে দেখেছি, ছেলেটি কারওয়ান বাজারের কোনো এক জায়গা থেকে উঠেছে। সেখান থেকে আগারগাঁও আসে। সেখানে এসে ট্রেন চেঞ্জ করে। সেখানে এসে যেখান দিয়ে সাধারণত যাত্রী প্রবেশ করে, তা না গিয়ে সে দুইটা ট্রেনের সংযোগস্থল দিয়ে উঠে যায়। তারপর সচিবালয় স্টেশনে যাওয়ার পর সে ছাদের উপর ওঠে। সাথে সাথে সিকিউরিটি জানিয়েছে। সে যে ইলেকট্রিফাইড হয়নি, এটা সৌভাগ্য। এর থেকে হয়ত আরও বড় কিছু হতে পারত।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে ট্রেন অপারেশন বন্ধ করা হয়। আরও কয়েকজন আছে, কীভাবে আছে সেটা আমরা জানি না কিছু। আমরা প্রায় দুই থেকে তিন ঘণ্টা পুরো লাইনে তাদেরকে সার্চ করি। আমরা দেখার চেষ্টা করেছি কোথাও কেউ নামছে কি না। আমরা সারারাত ফিজিক্যালি সার্চ করেছি। সকালে সুইপ ট্রেন দিয়েও দেখা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সব পাবলিক দরজা দিয়েই ট্রেনে ঢুকবে। কিন্তু কোনো একজন ১৬টা দরজার কোনো এক ফাঁক দিয়ে ঢুকেছে। কী তার উদ্দেশ্য ছিল সেটা আমরা এখনো জানি না। এটা পুলিশ দেখবে।

ফারুক আহমেদ বলেন, একজনের পেছনে একজনকে তো সিকিউরিটি হিসেবে দেওয়া সম্ভব না। আমরা সিসিটিভি দিয়েছি সিকিউরিটি সলিউশনের জন্য। আমরা এখন থেকে আরও ভিজিল্যান্স হওয়ার জন্য ইম্প্রুভ করব। আমরা এখন স্টেশনগুলোর নিচেও সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি। তাতে অন্তত উৎস কোথা থেকে সেটা আমরা বুঝতে পারব।

সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, মানুষের সামাজিক মূল্যবোধ বাড়ানোর জন্য আপনারা আমাকে হেল্প করেন। মানুষের মূল্যবোধ একদিনে হবে না। এখানে মিডিয়ার ভূমিকা অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে তো সবার কাছে পৌঁছাতে পারছি না। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারি। মিডিয়া পজিটিভ না হলে সিভিক সেন্স বাড়ানো সম্ভব না।


আরও সংবাদ   বিষয়:  ডিএমটিসিএল   মেট্রোরেল   যাত্রী নিরাপত্তা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত