রোববার সন্ধ্যায় জলঢাকা মিনি স্টেডিয়ামের অফিস রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সভাপতি আসিফ ইকবাল সাজু।
তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজুকে সভাপতি এবং শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই কমিটির আত্মপ্রকাশ করলাম।
এসময় উপদেষ্টা মন্ডলীসহ কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।