দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বুলাকীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.সাদুল ইসলাম(৫০) নিহত হয়েছেন।
তিনি বুলাকিপুর ইউনিয়নের শালিকাদহ গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
আজ সোমবার সকাল ১০ টায় দিনাজপুর - গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের হরিপড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে বিএনপি নেতা শাহাদুল ইসলাম হরিপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দিনাজপুর গামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি মিনি ট্রাকের সামনে মোটর সাইকেল সহ চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান কুরিয়ার সার্ভিসের ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে, ট্রাকটির চালক ও হেলপার পলাতক রয়েছে,আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।