সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখার কার্যক্রম এখন নতুন ভবনে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে সোনালী ব্যাংক রাজশাহী যোনের মহাব্যবস্থাপক মোঃ শওকত জামান-এর উদ্বোধন করেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর বনপাড়া বাজারের গাজী ভবন থেকে একই বাজারের রহিম ম্যানসনে শাখাটি স্থানান্তর করা হয়েছে।
নাটোর অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আহসান রেজার সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক মীর শাহাদৎ হোসেনের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বড়াইগ্রামের ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, ওসি গোলাম সারওয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক লুৎফর রহমান, সাবেক সদস্য মহুয়া নুর কচি, জেলা জামায়াতের যুগ্ম-সম্পাদক ও স্থানীয় এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, সোনালী ব্যাংক জিয়া পরিষদের জেলা সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সারওয়ার আলম, গ্রাহক সদস্য আতিকুর রহমান মৃধা প্রমুখ ।
উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তা, স্থানীয়-আমন্ত্রিত বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসময় উপস্থিত ছিলেন।
তিন হাজার স্কয়ার ফিটের সুদীর্ঘ ভবনে সেন্ট্রাল এসি, সিআরএম মেসিন যুক্ত এটিএম বুথ, সিসি ক্যামেরাসহ আধুনিক সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে।