বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
টঙ্গিবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সংবর্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:২৮ AM

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বদলি জনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা। টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে শনিবার (২৯নভেম্বর)  সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে ইউএনও মোস্তাফিজুর রহমান টঙ্গিবাড়ীতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বিদায়ী বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান টঙ্গীবাড়ীতে কর্মকালীন সময়কে স্মরণীয় উল্লেখ করে বলেন, “এ উপজেলার মানুষের আন্তরিকতা আমার কাছে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। সাংবাদিকদের সহযোগিতায় উন্নয়নমূলক কাজগুলো সহজ হয়েছে।” পরে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো.মোজাফফর হোসেন শেখ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রনি শেখ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সহ- সভাপতি টিটু চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.জসিম শেখ, কোষাধ্যক্ষ আপন সরদার, দপ্তর সম্পাদক হোসেন হাওলাদার, প্রেসক্লাবের সদস্য জেসমিন সুইটি, আব্দুস সালাম, মাইনুল ইসলাম শিশির, জাহিদ হাসান,আবু বক্কর শেখ প্রমুখ।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত