বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
ভুল প্রেসরিলিজের প্রতিবাদ
নিয়োগবঞ্চিত শিক্ষক নিবন্ধনধারীদের প্রেসক্লাবের সামনে অবস্থান
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৭:০০ PM

​দীর্ঘ অপেক্ষার পরও নিয়োগ থেকে বঞ্চিত ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারী শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছেন।

​এনটিআরসিএ (NTRCA) কর্তৃক সম্প্রতি প্রকাশিত ভুল তথ্যসম্বলিত প্রেস রিলিজের তীব্র প্রতিবাদ জানিয়ে সংগঠনটি অবিলম্বে তাদের স্থায়ী ও শর্তহীন নিয়োগের দাবি জানান।

সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে কয়েকশো নিয়োগবঞ্চিত শিক্ষক-শিক্ষিকা অবস্থান নেন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা তাদের বঞ্চনার চিত্র তুলে ধরেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এনটিআরসিএ নানা অজুহাতে তাদের নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত করছে।

দুপুর ২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এনটিআরসিএ একটি ভুল ও বিভ্রান্তিকর প্রেস রিলিজ প্রকাশ করে প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে। এই প্রেস রিলিজে আইনগত বাধা ও বয়সের ব্যারিকেডে যে তথ্য দেওয়া হয়, তা সঠিক নয়।

​সংবাদ সম্মেলনে উত্থাপিত মূল দাবিগুলো
১. ১ম থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের স্থায়ী ও শর্তহীন নিয়োগ অবিলম্বে নিশ্চিত করতে হবে।

২. এনটিআরসিএ-কে ভুল তথ্যসম্বলিত প্রেস রিলিজ প্রত্যাহার করে সঠিক তথ্য প্রকাশ করতে হবে।

৩. আদালতের নির্দেশনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে দ্রুত নিয়োগের ব্যবস্থা নিতে হবে।

৪. শিক্ষক নিয়োগে সকল প্রকার দীর্ঘসূত্রিতা ও হয়রানি বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের ন্যায্য দাবি আগামীকালের মধ্যে নেওয়া না হয়, তবে তারা আগামী ৪ ডিসেম্বর মহাসমাবেশের কর্মসূচিতে যেতে বাধ্য হবেন। 

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক শতাধিক শিক্ষক নিবন্ধনধারী উপস্থিত ছিলেন।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত