রাজধানীর ইডেন মহিলা কলেজে সহশিক্ষা কার্যক্রম চালুর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ইডেনের সামনের সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তারা।
এসময় শিক্ষার্থীরা ‘সহশিক্ষার ঠিকানা ইডেনে হবে না’, ‘ইডেনের বাঘিনীরা গর্জে উঠো আরেকবার’, ‘নারী শিক্ষা সংকোচন, চলবে না চলবে না’, ‘কলেজকে ফ্যাকাল্টি করা মানি না মানবো না’, ‘তোমার কলেজ আমার কলেজ ইডেন কলেজ ইডেন কলেজ’, ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ার স্কুলিং পদ্ধতিতে কলেজগুলো স্বাতন্ত্র্যতা থাকবে না। এতে নারীর শিক্ষার সংকোচন হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, দীর্ঘ সময় ধরে আমরা স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছি। শিক্ষা মন্ত্রণালয় আমাদের ডাকে সেভাবে সাড়া দিচ্ছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে যে মডেল দেওয়া হয়েছে, সেটার সঙ্গে আমাদের দাবি সাংঘর্ষিক। আমরা চেয়েছি স্বতন্ত্র কাঠামো অর্থাৎ প্রত্যেক কলেজের ইতিহাস ও ঐতিহ্য ঠিক থাকবে এবং শিক্ষার মানের উন্নয়ন ঘটবে।
ইডেনের ৫ দফা দাবি
১. ইডেনকে শুধুমাত্র নারীদের জন্য সংরক্ষিত রাখা।
২. ইডেন মহিলা কলেজের কোনো ডিপার্টমেন্ট বিলুপ্ত করা যাবে না।
৩. বিশ্ববিদ্যালয়ের সময় ১টা থেকে ৭টা না, ২৪ ঘণ্টা রাখতে হবে।
৪. ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা, কোনো ইন্টারমিডিয়েট চালু না করা।
৫. ইডেন কলেজ যেখানে একটি মহিলা বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, সেখানে ইডেনকে শুধুমাত্র একটি ফ্যাকাল্টিতে রূপান্তর কিছুতেই মেনে নেওয়া হবে না।