কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী, জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সচিব আব্দুল ওয়াহাবের গ্রামের বাড়ী মাইজচরে গত মঙ্গলবার বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাইজচর ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজিতপুর উপজেলার সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাইজচর কেন্দ্রীয় মসজিদের ইমাম, বাজিতপুর ইমাম উলামা দলসহ স্থানীয় নেত্রীবৃন্দও উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।