বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৯ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৫ PM

পাবনার ভাঙ্গুড়ায় দীর্ঘদিন যাবত নকল দুধ তৈরি করে বাজার জাত করার অভিযোগে ভ্রাম্যমান ব্যবসায়ী  মিজান আলী (২৮)কে তিন মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড করেছেন।

বুধবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অষ্টমনিষা ইউপি'র শাহানগর পাঁচপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভেজাল দুধ ব্যবসায়ী গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, উল্লেখিত গ্রামের মোঃ আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন উত্তরমেন্দা পশ্চিম পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মিজান আলী।

ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মিজান আলী জানান, তিনি ও তার ভাই ভাঙ্গুড়ার ‘নকল দুধ ব্যবসায়ী’ হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এই ব্যবসা করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত