বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
২৩ ডিসেম্বর পিআইএর নিলাম
ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত পাকিস্তান এয়ারলাইনস বিক্রির পথে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ AM

ঋণের ভারে জর্জরিত পাকিস্তান তাদের রাষ্ট্রায়ত্ত এয়ারলাইনস পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রির উদ্যোগ নিয়েছে। আগামী ২৩ ডিসেম্বর পিআইএর শেয়ার বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের পুরো প্রক্রিয়া পাকিস্তানের সব গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

প্রতিবেদন অনুযায়ী, লোকসান কমানো ও বৈদেশিক অর্থসংস্থানের লক্ষ্যে পিআইএর ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তির অন্যতম শর্ত হিসেবে এই বেসরকারিকরণ প্রক্রিয়াকে দেখা হচ্ছে। এটি পাকিস্তানের গত দুই দশকের সবচেয়ে বড় বেসরকারিকরণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

প্রাথমিকভাবে চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- লাকি সিমেন্ট কনসোর্টিয়াম, আরিফ হাবিব করপোরেশন কনসোর্টিয়াম, ফৌজি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও এয়ার ব্লু লিমিটেড।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, দেশের পতাকাবাহী এই বিমান সংস্থার হারানো সম্মান ফিরিয়ে আনতে এবং একে আধুনিক মানে রূপান্তর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই পিআইএ তাদের পুরোনো ঐতিহ্য ‘গ্রেট পিপল টু ফ্লাই উইথ’ স্লোগানের মর্যাদা ফিরে পাবে। একই সঙ্গে তিনি বেসরকারিকরণে স্বচ্ছতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।

উল্লেখ্য, একসময় বিশ্বের শীর্ষ এয়ারলাইনগুলোর একটি পিআইএ চলতি বছরের জানুয়ারিতে ইউরোপে ফ্লাইট পুনরায় শুরু করে। এর আগে নিরাপত্তাজনিত কারণে ইউরোপীয় ইউনিয়ন চার বছর তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।


আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   এয়ারলাইনস   ঋণ   পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত