বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোরে দোয়া মাহফিল
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৭ PM

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের শহীদ গোলাম মাজেদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুনাজাতের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন,“বেগম খালেদা জিয়া শুধু দলের নেতা নন,তিনি বাংলাদেশের অভিভাবক এবং জাতির ঐক্যের প্রতীক। অভিভাবকের অনুপস্থিতিতে একটি পরিবার যেমন সংকটে পড়ে,তেমনি সমগ্র বাংলাদেশ আজ উদ্বেগ-উৎকণ্ঠায় তার সুস্থতা কামনা করছে।”

দোয়া মাহফিলে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর বাবু,লেখক ও গবেষক বেনজিন খান, সাংবাদিক নুর ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা আইনজীবী সমিতির সাধারণ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাভলু,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত