বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
ঘোড়াঘাটে ৯ম পে-স্কেলের দাবিতে মানববন্ধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ PM

দিনাজপুরের ঘোড়াঘাটে  সকল কর্মচারীদের সমন্বয়ে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও  মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায়  ঘোড়াঘাট উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিণ শেষে পরিষদের সামনে সরকারি কর্মচারীদের সমন্বয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির  সভাপতি শাহ্ মো. আব্দুর রেজা, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল ইসলাম,সাবেক সভাপতি আব্দুল মতিন, উপ-সহকারি কৃষি কর্মকতা মো. আসাদুজ্জামান আসাদসহ অনেকে। মানববন্ধনে বক্তারা সরকারি কর্মচারীদের ৯ম পে-স্কেল বাস্তাবায়নে সরকারের কাছে জোরদাবী জানান।









  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত