বগুড়ায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফ্রেন্ডশিপের ‘চর স্বাস্থ্য পুনরুদ্ধার উদ্যোগ: শিশুদের জন্য দৃষ্টিভঙ্গি-নারীদের জন্য সুস্থতা’ প্রকল্পের আয়োজনে একটি সেনসিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (সকাল) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমান। ফ্রেন্ডশিপের উপপরিচালক ডা. মো. রাফি সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক প্রসঞ্জিৎ প্রণয় মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজওয়ান হোসেন, ডা. মোহাম্মদ আতিকুল্লাহ সাঈদ, টিম লিডার ডা. আবুল হোসেনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি।
সভায় চরাঞ্চলের শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।
ফ্রেন্ডশিপের সিনিয়র প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী আব্দুল্লাহ জানান, চরাঞ্চলে বসবাসরত শিশু ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয় জোরদার করতেই এ সেনসিটাইজেশন মিটিংয়ের আয়োজন করা হয়েছে।