দিনাজপুরের বিরামপুরে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে স্থানীয় সরকার বিভাগের (উন্নয়ন-১) এঁর যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান মতবিনিময় সভা করেছেন।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা এঁর সঞ্চালনায় প্রধান অতিথি অত্র উপজেলার এক সময় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিরামপুরের মাটি মানুষের স্মৃতিচারণ করে তিনি অত্র উপজেলার উন্নয়ন নিয়ে ভূয়সী প্রশংসা করন। তিনি তাঁর মন্ত্রনালয়ের পক্ষথেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস ব্যস্ত করেন।
উপজেলা পরিষদ বিরামপুর দিনাজপুর আয়োজিত মতবিনিময় সভায় এ সময় থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এনামুল হক চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা প্রাণিস সম্পদ কর্মকর্তা বিপুল চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি প্রমূখ সহ আরো অনেকেই উপস্থিত