রাজধানীর দক্ষিণখানের আর্মি সোসাইটি মৌশাইর ওলামা দল ও তাতীদলের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি মো: ইসমাইল হোসেন এবং সভাপতিত্ব করেন উত্তরখান থানা ওলামা দলের সভাপতি আব্দুল হান্নান। উত্তরা পূর্ব থানা বিএনপি নেতা আব্দুল কাদের স্বপন। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিতরা খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন এবং গণমানুষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রকাশ করেন।