‘পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে।
জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এস এম আল কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ফারুক আহমেদ।
বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে জনসচেতনতা বৃদ্ধি, সেবা নিশ্চিতকরণ ও মা-শিশু স্বাস্থ্যের মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।