বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
প্রেমে ব্যর্থ মামুনের পাশে যুবদল নেতারা
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ PM

বরিশালের বাবুগঞ্জে প্রেমে ব্যর্থ মানসিক ভারসম্যহীন মামুনের পাশে দাঁড়ালেন যুবদলের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ভারসাম্যহীন সাইদুল ইসলাম মামুনের চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। 

রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ রুবেল হোসেন হাওলাদার বলেন, সংবাদপত্রের মাধ্যমে মামুনের অসুস্থতার খবর জানতে পেরে বাবুগঞ্জ উপজেলা যুবদলের নির্দেশক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি। আমরা সমাজের বিত্তবানদের অনুরোধ করব মামুনের পাশে দাঁড়ানোর। 

এসময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন করাতি, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ৭ নং ওয়ার্ড যুবদল সভাপতি জুলাস হোসেন, সাধারণ সম্পাদক মো: নওশাদ হোসেন, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. সেতু তালুকদার, ৬ নং ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটি এবং ৫ নং ওয়ার্ড যুবদলের প্রস্তাবিত কমিটির নেতৃবৃন্দ।  








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত