কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে বিএনপি থেকে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন। তবে দলের এ মনোনয়ন ঘিরে উভয় উপজেলার বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চরম বিভক্তি দেখা দিয়েছে।
দলের মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানকে মনোনয়ন দিতে তার অনুসারী নেতাকর্মীরা মানববন্ধন, বিক্ষোভ, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন। এতে বেকায়দায় পড়েছেন প্রাথমিক মনোনয়ন পাওয়া জসিম উদ্দিন।
অধিকাংশ নেতাকর্মীর দাবি, এ আসনে দলের প্রার্থী হিসেবে মিজানুর রহমানের বিকল্প নেই। এখানে দলে তার অবদান অনস্বীকার্য। এছাড়াও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিজান ও জসিমের অনুসারীরা পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান করে যাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসনটি বিএনপি অধ্যুষিত হলেও প্রার্থীতা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এখানে সুযোগ নিতে পারে জামায়াত।
জানা যায়, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা হলে এখানে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন দলের স্থানীয় নেতা অ্যাডভোকেট আবুল হাসেম খান। ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে এখান থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান এম এ জাহের। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি পলাতক রয়েছেন।
আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি এ আসনে দলের প্রাথমিক প্রার্থী হিসেবে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের নাম ঘোষণা করে। এতে ক্ষোভে ফুঁসে ওঠে অধিক ভোটার ও বিএনপি অধ্যুষিত বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমানের অনুসারী নেতাকর্মীরা। তারা মিজানুর রহমানকে মনোনয়ন দেয়ার দাবিতে আসন এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
দলের দায়িত্বশীল নেতারা বলেন, উভয় উপজেলার তৃণমূলে মিজানুর রহমান একজন কর্মীবান্ধব জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। বিগত সরকারের সময়ে মামলা-হামলা ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। কারাগার থেকে অসংখ্য নেতাকর্মীকে জামিনে মুক্তির বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। নেতাকর্মীদের আশা, দলের চূড়ান্ত মনোনয়ন তালিকায় মিজানুর রহমানের নাম থাকবে।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুদ্দিন সবুজ জানান, এ আসনে ধানের শীষের বিজয় আনতে মিজানুর রহমানের বিকল্প নেই। আশা করি দলের হাইকমান্ড বিষয়টি বিবেচনা করবে।
মনোনয়নপ্রত্যাশী এটিএম মিজানুর রহমান বলেন, দলের প্রাথমিক মনোনয়ন তালিকায় আমার নাম না থাকায় আসন এলাকার ক্ষুব্ধ হাজারো কর্মী-সমর্থক আন্দোলন করে যাচ্ছে। আমি তাদেরকে বলেছি, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোন কর্মসূচি না দিতে। এতে দলেরই বদনাম হবে। আমি আশা করি, চূড়ান্ত পর্যায়ে দল আমার বিষয়টি বিবেচনা করবে।
চূড়ান্ত পর্যায়ে দলের মনোনয়ন না পেলে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় আসেনি, নেতাকর্মীদের প্রাধান্য দিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া এ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।