শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাগণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
স্টাফ রির্পোটার, মাদারীপুর
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১:২১ PM

একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন সুসম্পন্নের লক্ষ্যে গনমাধ্যমের  বিকল্প নেই বলেছেন মাদারীপুরের নবাগত  জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও শক্তিশালী করতে মাদারীপুর জেলা প্রশাসনের উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে কথা বলেন।

মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের সভাকক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দিনব্যাপি জেলা প্রশাসনের নেতৃত্বে এবং জেলা নির্বাচন অফিসারের সমন্বয়ে আয়োজিত এ সভায় গণমাধ্যমের ভূমিকা,ভ্রান্ত তথ্য প্রতিরোধ,নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ এবং নিরাপত্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা সাংবাদিকদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে সততা, দ্রুততা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়। গণমাধ্যমকর্মীরা মাঠের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং উন্নয়নযোগ্য দিকগুলো তুলে ধরে আরও কার্যকর সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। সভা শেষে নির্বাচনকে সুষ্ঠ ও অংশগ্রহণমূলক করতে সবাই একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন,মাদারীপুর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম (ক্রাইম অ্যান্ড অপস), সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, জেলা তথ্য কর্মকর্তা বেনজির আহমদসহ আরও অনেকে।








  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত