বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:১৩ PM

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরেফিন শুভ শুটিং চলাকালীন অগ্নিদুর্ঘটনায় আহত হয়েছেন। সম্প্রতি ঢাকার বাইরে নির্জন এক লোকেশনে ‘মালিক’ সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। 

দৃশ্য অনুযায়ী তার শরীরের নিচের অংশে সামান্য আগুনের ছোঁয়া লাগার কথা ছিল। তবে শুটিং শুরু হতেই পরিকল্পনার বাইরে গিয়ে আগুনের শিখা হঠাৎ লাফিয়ে উঠে তার পায়ে জড়িয়ে পড়ে।

প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে শুটিং ইউনিটের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে এই দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল এবং বর্তমানে তার শারীরিক অবস্থার বিস্তারিত কী সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে ‘মালিক’ সিনেমার পরিচালক সাইফ চন্দনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

উল্লেখ্য, শুটিং করতে গিয়ে আগেও একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছেন আরেফিন শুভ। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নি’ সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে গুরুতর আহত হন তিনি এবং পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়াও ‘কিস্তিমাত’ সিনেমার শুটিংয়ে ঘোড়ায় চড়ার দৃশ্য ধারণের সময় একটি ট্রাকের সঙ্গে ঘোড়ার সংঘর্ষে আহত হয়েছিলেন এই অভিনেতা।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত