বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার আশু রোগমুক্তি কামনায় বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর তত্ত্বাবধানে এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর (শনিবার) বাদ যোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠ পরিণত হয় মুসল্লিদের মিলনমেলায়। উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদলসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার এতিম শিশু, কোরআন শিক্ষার্থী ও সাধারণ মুসল্লি উপস্থিত হয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত দোয়া করেন।
সকাল থেকেই কলেজ মাঠে মানুষের ঢল নামে। নন্দীগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। রাজনৈতিক নেতা ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলটি রূপ নেয় গণমানুষের আকুতি প্রকাশের মহাসংগমে। উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ–সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল এছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশের সব মানুষ দলমত নির্বিশেষে এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে ফিরে এসে দেশের এই সংকটময় সময়ে আবার জাতিকে নেতৃত্ব দিতে পারেন এটাই সবার প্রত্যাশা।
তিনি আরও বলেন, যিনি আজীবন গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করেছেন, সেই বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন আসুন আমরা সবাই মিলে তাঁর জন্য দোয়া করি।
বক্তব্যের পর উপস্থিত হাজারো মানুষের কণ্ঠে সমস্বরে আমীন ধ্বনি প্রতিধ্বনিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নন্দীগ্রাম চালা মোকামতলা আউলিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ মহসিন আলম। তিনি বেগম জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
মাহফিল শেষে হাজারও এতিম শিশু, মুসল্লি ও নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।