মানিকগঞ্জে বাউল শিল্পী ছোট আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডসহ পাঁচ দফা দাবি আদায়ে “শানে তাওহীদ মহাসম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ(বিজয় মেলার মাঠ) প্রাঙ্গণে এই মহাসম্মেলনের আয়োজন করে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখা। সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক আলেম-উলামা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
সম্মেলনে বক্তারা তাদের দাবি গুলো তুলে ধরে বলেন, আমাদের দাবি গুলো মহান আল্লাহ্, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন-সুন্নাহ অবমাননায় সর্বোচ্চ শাস্তির আইন (মৃত্যুদণ্ড) পাশ করতে হবে, ইসলামের নামে ভ্রান্ত বাউলদের ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে, ওরশ, মাজার, মেলা এবং পালাগানের আসরে যাবতীয় মাদকদ্রব্যের ব্যবহার ও অশ্লীলতা বন্ধ করতে হবে, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারকে নিরপেক্ষ ও তৎপর থাকতে হবে, তাওহীদী জনতার বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে।
এছাড়া আঞ্চলিক দাবি হিসেবে বাউলশিল্পী ছোট আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি, মুফতি শাহ মুহাম্মদ সাঈদ নূর এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন হেফাজতের নায়েবে আমির (পীর সাহেব মধুপুর) মাওলানা আব্দুল হামীদ, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আহমদ আলী কাশেমী প্রমুখ।