শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ৬ ডিসেম্বর ২০২৫
ফ্রি ফায়ার গেমের জন্য নিজ বাড়িতে ডাকাতির নাটক কিশোরের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৬ PM

রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমের আইডি কেনার টাকার লোভে তিন কিশোর মিলে নিজেদের বাড়িতেই ডাকাতির নাটক সাজিয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। 

আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তারের পর এমন চাঞ্চল্যকর তথ্য জানতে পারে পুলিশ।

গ্রেপ্তার হওয়া কিশোররা হলো- প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার (৮ম শ্রেণি), হানিফ মিয়ার ছেলে নাবিল (৯ম শ্রেণি) এবং আলী হোসেনের ছেলে শাহ আলম (৬ষ্ঠ শ্রেণি)। তারা তিনজনই কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানায়, গত ২৪ নভেম্বর দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, দুর্বৃত্তরা তার ছেলে শাহরিয়ারকে হাত-পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন তোলে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার ও আলী হোসেনের ছেলে শাহ আলম হঠাৎ নতুন মোবাইল ফোন কেনায় তাদের পরিবার টাকার উৎস নিয়ে প্রশ্ন তোলে। পরে জিজ্ঞাসাবাদে গড়মিল ধরা পড়ে। স্থানীয়রা শাহরিয়ার, নাবিল ও শাহ আলম এই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির নাটক সাজানোর কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয় নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া কিশোরদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমের আইডি কেনার টাকার লোভেই তারা পরিকল্পিতভাবে বাড়ির ভেতরে ডাকাতির নাটক সাজায়। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত