সিরাজগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
সিরাজগঞ্জ-৫ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ আলী আলম
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ PM (Visit: 221)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মো. আলী আলম।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের চিঠির ভিত্তিতে জেলা আমীর মাওলানা শাহিনুর আলম তার হাতে দলীয় মনোনয়নপত্র হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম।

তিনি জানান, এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ১০ দলীয় জোটের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জ-২ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়।

মনোনয়নপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী আলম বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তিনি নির্বাচনে জয়ী হতে আশাবাদী। বেলকুচি–চৌহালীর মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

উল্লেখ্য, এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম আলিম খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy