পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ AM (Visit: 267)

আগের অবস্থান থেকে সরে এসে একীভূত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলোর ব্যক্তিগত মেয়াদি ও স্কিমভিত্তিক আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালের জমানো টাকার ওপর বার্ষিক ৪ শতাংশ মুনাফা পাবেন।

বুধবার (২১ জানুয়ারি) সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রশাসকের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক রেজ্যুলেশন ডিপার্টমেন্ট’।

চিঠিতে বলা হয়, আমানতকারীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে এবং একইসঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের দীর্ঘমেয়াদি আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। ফলে ১ লা জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই মুনাফা দেয়া হবে।

তবে এ মুনাফা পাবেন শুধু আমানতকারীরা। কোন প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না। আগামী তিন দিনের মধ্যে মুনাফা সংক্রান্ত সংশোধিত তথ্য বাংলাদেশ ব্যাংকের রেজ্যুলেশন বিভাগে জমা দেয়ার সময় বেধে দেয়া হয়েছে।

এর আগে ২০২৪-২৫ সালে একীভূত হওয়া ৫ ব্যাংক লোকসান করায় শরিয়াহ্ কাউন্সিলের মতামতে মুনাফা না দেয়ার সিদ্ধান্ত জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক পাঁচটি হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে একটি নতুন ব্যাংক গঠন করা হয়েছে। একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে এই ব্যাংকগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে এবং এদের সম্পদ, দায় ও জনবল নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।


আরও সংবাদ   বিষয়:  পাঁচ ব্যাংক   আমানতকারী  







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy