বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ঝুঁকি নিয়ে চলছে জবির ''বিজয় ১'' বাস,আতঙ্কে শিক্ষার্থীরা
তানজিল আহম্মেদ, জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৭ PM

ঝুঁকি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আজিমপুর রুটে চলাচল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বাস বিজয়-১। প্রতিনিয়ত আতঙ্কের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বাসের সিটগুলি ভাঙ্গা। একটু ব্রেক করলেই ভাঙ্গা সিট থেকে ছিটকে পড়ে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এরই মধ্যে কয়েকজন সিট থেকে ছিটকে পড়ে ব্যথা পেয়েছেন বলেও জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা আরও জানান, বাসের ফ্যানগুলো নষ্ট থাকায় তীব্র গরমের দিনে দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। এছাড়া বাসের ছাদে ছিদ্র থাকায় বৃষ্টির দিনে ছাদ দিয়ে পানি গড়িয়ে ভিতরে পড়ে। এতে করে সিটগুলো ভিজে যায়। বসার মতো পরিবেশ আর থাকেনা।

ক্ষোভ প্রকাশ করে বাসে যাতায়াতকারী শিক্ষার্থী মুশফিক বলেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাস এতটা ফিটনেসবিহীন হতে পারে তা কল্পনাতীত। প্রতিনিয়ত মৃত্যু আতঙ্ক নিয়ে আমাদের বাসে যাতায়াত করতে হয়। সিটগুলো ভাঙ্গা, ছাদ দিয়ে পানি পড়ে, পিছনের ফ্যানগুলো নষ্ট। এটা কি কোন বিশ্ববিদ্যালয়ের বাস হতে পারে?

তিনি আরও বলেন,বাসের অভ্যন্তরে নানা সমস্যা থাকায় ঝুকিপূর্ণ ভাবেই চলাচল করতে হচ্ছে আমাদের। তাই শিগ্রই যে কোন প্রকার দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে বাসে যাতায়াতকারী আরেক শিক্ষার্থী নাজমুস সাফিন বলেন, আমরা বাসে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছি। বাসের পেছনের দরজা সবসময় বন্ধ থাকে।ফলে সবাইকে সামনের দরজা ব্যবহার করতে হয়। এতে করে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগর পরিপ্রেক্ষিতে পরিবহন পুলের পরিচালক সিদ্ধার্ত ভৌমিক বলেন,এ বিষয়ে মৌখিক ভাবে বললেও কেউ লিখিতভাবে আবেদন করেনি তাই যথোপযুক্ত ব্যবস্থাও নিতে পারছি না।কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে শিগ্রই আমরা ব্যবস্থা নিবো।

বাবু/এসএম

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত