ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ওয়ার্কশপে অটোরিক্সা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৃজন মোল্লা(২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় নিহতের আপন চাচাতো ভাই এমরান মোল্লা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।নিহত সৃজন ধাতুরপহেলা গ্রামের বাহার মোল্লার ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগড়া ইউপির ধাতুরপহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, নিহত সৃজনের অটোরিক্সাটি নষ্ট থাকায় সকালে ধাতুর পহেলা বাজারে মেরামত করতে নিয়ে যায়। আটোরিকশা চালানোর পাশাপাশি মেরামতের কাজও কিছু তার জানা ছিল। ওয়ার্কশপে মিস্তিরিরা অন্য কাজে ব্যস্ত থাকায় সৃজন মোল্লা নিজেই তার অটোরিকশাতে মেরামতের কাজ শুরু করছিলেন। একপর্যায়ে অটোরিকশাটিতে বিদ্যুৎতের কাজ কারার সময় অসাবধানতা বসত তার শরীলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে পরে যায়।তাকে বাঁচাতে গিয়ে এমরান আহত হয়। এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৃজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে মোগড়া ইউনিয়ন পরিষদের ৩ ওয়ার্ডের সদস্য স্থানীয় মেম্বার মোঃ আলমগীর হোসেন জানান,নিহত সৃজন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি। একটি অটোরিকশা চালিয়ে পরিবারে জীবিকা নির্বাহ করত সে। তার অটোরিকশা নষ্ট থাকায় সকালে স্থানীয় বাজারে নিয়ে যায়। সেও কিছু টুকটাক মেরামতের কাজ জানত। তার অটোরিকশাটি মেরামত করার একপর্যায়ে দূর্ঘটনাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়। এতে করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ গোলাম মোস্তফা বলেন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা সৃজন মোল্লার লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাবু/এসএম