বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
না.গঞ্জে নাশকতা মামলায় হাজিরা দিলেন বিএনপির ৮০ নেতা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৫:২৫ PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়েরকৃত নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবসহ বিএনপির ৮০ নেতাকর্মী।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব বলেন, ২০১৫ সালের দায়ের করা মামলাটি ভৌতিক বা গায়েবি মামলা হিসেবে আমরা আখ্যা দিয়ে থাকি। মানে ঘটনাই ঘটেনি এমন একটি ঘটনা কাগজে কলমে তৈরি করে আমাদের আসামি করা হয়েছে। আমরা এ মামলায় দিনের পর দিন আদালতে হাজিরা দিচ্ছি। এরকম মিথ্যা নাটক সাজানোর ঘটনায় যারা দায়ী তাদের অবশ্যই একদিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।  

বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, গায়েবি মামলাটিতে আজ বিএনপির নেতাকর্মীরা হাজিরা দিয়েছেন। এ ধরনের শত শত মামলায় প্রতিনিয়ত বিএনপি নেতাদের এই আদালতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে হাজিরা দিতে হয়। আমরা আইনিভাবে এসব মামলা মোকাবেলা করছি।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত