কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে দুইজন পুরুষ ও একজন মহিলাকে আটক করেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দূর্জয় মোড়স্থ সিলেট মহাসড়কে ঢাকা গামী লেনের উপর অভিযান চালিয়ে।
ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার চাঁনপুর এলাকার আবু সাঈদের পুত্র মো. হৃদয় মিয়া (২৬) কে পিকআপ তল্লাশী করে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এবং একই রাতে ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পশ্চিম ডোলনা এলাকার আ. নুর এর পুত্র মো. রেণু মিয়া (৪৫) ও আনফুরুল্লাহ মেয়ে সুফিয়া (২৫)কে ৪ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার করে কিশোরগঞ্জ র্যাব-১৪ ভৈরব ক্যাম্প।
র্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার ও উপ-পরিচালক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাবু/জেএম