কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডোমারে প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আলোচনা সভায় ইউএনও মো. রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. বকুল ইসলাম ও সুবিধা ভোগী প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বকুল ইসলাম জানান, উপজেলায় এক হাজার ৪৫০ জন কৃষককে সরিষা বীজ, ৯০০ জনকে গম বীজ, ৭০০ জনকে ভূট্টা বীজ ও শীতকালীন পিয়াজ চাষের জন্যে ৩৫ জন কৃষককে কৃষি প্রনোদনার আওতায় বীজ দেওয়া হবে। প্রতিজন কৃষক বীজের সাথে ১ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবে।
বাবু/জেএম