বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
বিশ্বকাপ স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৮:১৫ PM আপডেট: ১৯.১১.২০২২ ৫:৫৪ PM
বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র দুই দিন। এমন সময় ঘোষণা এলো কাতারের স্টেডিয়ামগুলোতে বিয়ার বিক্রির নিষেধাজ্ঞা। বিষয়টি জানিয়েছে, আয়োজক দেশ ও ফিফা উভয়ই।

মুসলিম দেশ হওয়ায় দেশটিতে রয়েছে ধর্মীয় নানা বিধি-নিষেধ।

বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে লাইসেন্সপ্রাপ্ত কিছু রেস্তোরাঁয় অ্যালকোহল সেবনের অনুমতি থাকলেও মুসলিমদের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। এর পরও স্পন্সর কম্পানি বুডওয়েজারকে ভেন্যুগুলোতে বিয়ার বিক্রির অনুমতি দেয় ফিফা। তবে সেই সিদ্ধান্ত নাকচ করে দিয়েছে কাতার।
স্টেডিয়ামে পাওয়া না গেলেও বিয়ার পাওয়া যাবে নির্দিষ্ট ‘ফ্যান জোন’ ছাড়াও কিছু ব্যক্তিগত ফ্যান জোনে। এ ছাড়াও প্রায় ৩৫টি হোটেল এবং রেস্তোরাঁর বারগুলোতে। এসব জায়গা থেকেই বিয়ার কিনতে হবে সাধারণ দর্শকদের।

আগামী ২০ নভেম্বর শুরু হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।  প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কাতার ও ইকুয়েডর।

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত