মেগাপ্রকল্পসমূহের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সুদূরপ্রসারী বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, মেগাপ্রকল্পসমূহ শুধু সাময়িক অবকাঠামোগত উন্নয়ন তা নয়, এসব বড় বড় প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত হয়েছে। শক্তিশালী হয়েছে গ্রামীণ অর্থনীতিও।’
শনিবার সাভারের বিরুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘পদ্মা সেতু: উন্নয়নের অগ্রযাত্রা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
ইস্টার্ন ইউনিভার্সিটির কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সহিদ আখতার হুসাইন। এছাড়া রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ, বই ও সম্মাননা স্মারক তুলে দেন উপাচার্য ড. মশিউর রহমান।
বাবু/এসআর