রাজবাড়ী বালিয়াকান্দিতে নবাবপুর ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকালে ইউনিয়ন আ.লীগের আয়োজনে আনন্দ বাজার হাজী মো. হাবিব উল্লাহ্ মার্কেট প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আ.লীগ সভাপতি আলতাফ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এসানুল হাকিম সাধন।
আরো বক্তৃতা করেন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আজিজ ইকবাল, সিনিয়র সহ সভাপতি এম.এ কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো.বাদশা আলমগীর প্রমুখ।
সঞ্চালন ছিলেন ইউনিয়ন আ.লীগে সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন।
সভায় বক্তরা বলেন, সামনে জাতীয় নির্বাচন কে মাথায় রেখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তাহলে আগামী নির্বাচনে আমারা জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে পারবো। ঐক্যবদ্ধ আ.লীগকে কেউ হারাতে পারবে না। তাই সকলকে আ.লীগের উন্নয়ন এর চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।
-বাবু/এ.এস