বিসিএস নন-ক্যাডার নিয়োগে পূর্বের নিয়ম বহালসহ ছয় দফা দাবি নিয়ে টানা ১৫ দিন অবস্থান কর্মসূচির পর আজ থেকে আন্দোলনে সাময়িক স্থগিত ঘোষণা করেছে নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। স্থগিত থাকাকালীন সপ্তাহে দুই দিন কর্মসূচি থাকবে বলে জানান তারা। তবে দাবি না মানা হলে সামনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেছেন চাকরিপ্রত্যাশীরা।
রোববার (২০ নভেম্বর) নন-ক্যাডার প্রার্থীদের ১৫তম দিনের অবস্থান কর্মসূচি শেষে আন্দোলন সাময়িক স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন একাধিক চাকরিপ্রত্যাশী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চাকরিপ্রত্যাশী জানান, আন্দোলন থামিয়ে দিতে আমাদের মামলার হুমকি দেওয়া হয়েছে। যা খুবই উদ্বেগের। তবে আমাদের দাবি না মানা হলে কোনো মামলার ভয় দেখিয়ে লাভ হবে না। আমাদের বোনদের অশ্রু আর আমাদের ঘাম রক্ত বৃথা যেতে পারে না। আশা করছি পিএসসি খুব দ্রুত বেকারবান্ধব সিদ্ধান্ত নেবেন।
এদিন বেলা ১১টা থেকে বিপুল সংখ্যক প্রার্থী নিয়ে মিছিল করে পিএসসির সামনে এসে অবস্থান নিয়ে নানাবিধ সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে পিএসসির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানায় প্রার্থীরা। তবে লাগাতার অবস্থান কর্মসূচির আজ ১৫তম দিন হলেও পিএসসিতে নন-ক্যাডার সংক্রান্ত সভা থেকে আজও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি প্রার্থীরা।
বাবু/এসআর